শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভয়ংকর প্রতারক চক্রের প্রধান নড়াইলের জোসনা আটক

আরো খবর

একাত্তর ডেস্ক:সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর নাম করেও শত শত কোটি টাকা হাতিয়ে নিত একটি চক্র। একই সঙ্গে মোটা অঙ্কের বেতনের লোভনীয় চাকরি দেখিয়ে ইতালিতে নেওয়ার কথা বলে জাল ভিসা ধরিয়ে দিত চক্রটি। অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করত তারা।

সংঘবদ্ধ চক্রের মূলহোতা জোসনা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে। জোসনা খাতুন নড়াইল জেলার দলজিৎপুর গ্রামের বাসিন্দা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি প্রথমে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিত।

 

পরে তাদের হাতে ধরিয়ে দিত জাল ভিসা। অনেকের পাসপোর্ট আটকে রেখে ভোগান্তিতেও ফেলা হতো। পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া গেছে। ঢাকার বাহিরে এ চক্রের নেটওয়ার্ক ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল।

 

তিনি পল্টন থানার একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি গত ২ জুলাই দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়। এর আগে একই মামলায় চক্রের আরেক সক্রিয় সদস্য মিলন মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ