শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে ইলশ রপ্তিানির প্রথম চালান এসছে বেনাপোল বন্দরে

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:ভারতে ইলশ রপ্তিানির প্রথম চালান এসছে বেনাপোল বন্দরে।  বুধবার ২ ট্রাক বোঝাই এই চালানটি আনেন রফতানি কারক প্রতিষ্ঠান  ঢাকার সাজ্জাদ এন্টার প্রাইজ ।  প্রথম চালানে যাচ্ছে  ৪ হাজার কেজি।  প্রতিকেজি মাছের রফতানি মূল্য পড়ছে ১০ ডলার। যার ও  আমদানিকারক  এর আমদানি কারক প্রতিষ্ঠান ভারতের আরজে এন্টারন্যাশনাল ।
 বেনাপোল বন্দর চেকপোষ্ট সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব  রহমান বলেন, বানিজ্য মন্ত্রনালযের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসলেও মৎস্য অধিদপ্তরের কোন নির্শেশনা পাননি তারা। মন্ত্রনালয়ের অর্ডার পেলে ইলিশের চালান ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে ।
বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,  ভারতে ইলিশের চালানের গেট  হলেও  মৎস্য দফতরের ছাড়পত্র না পাওয়ায় বন্দর এলাকায় আটকে আছে চালানটি। কাষ্টমস ও বন্দরে  সাবমিট করা হয়েছে কাগজপত্র।
এ বিষয়ে কাষ্টমস কর্তৃপক্ষ জানান, মাছের চালানের কাগজপত্রের কাজ চলমান আছে।বৃহস্পতিবার চালানটি ভারতে প্রবেশের সম্ভাবনা রয়েছে ।

আরো পড়ুন

সর্বশেষ