শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

  ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে  শিশু উদ্ধার

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু সজিবুর নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে সজিবুর রহমান।
শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, পাচারকারীরা তাকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন‍্য বেনাপোল বন্দরে নিয়ে আসে। বন্দরে ডিউটিরত আনসার সদস‍্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ