শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও গোপিনাথপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৫) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার (১০ নভেম্বর) বিকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক আলফাজ সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত এবাদত হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা রয়েছে। যার মামলা নং-৫২, তারিখ ২৫/০৯/২০২৪ ইং, ধারা ৩০২/৩৪ দন্ডবিধি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া এবং আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন সূত্রের খবর ছিল সাতক্ষীরা সদর থানার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে।

এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামির নিজ এলাকা কলারোয়া খোঁজ-খবর নিয়ে জানা যায় সে মাডার মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং পরে তাকে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, ইমিগ্রেশনে আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে ।

আরো পড়ুন

সর্বশেষ