যশোর প্রতিনিধি:
ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক হযরত মুহা. স: এবং মা আয়েশা রা: কে জঘন্ন আপত্তিকর মন্তব্য করায় আজ বিকালে যশোর দড়াটানায় জেলা ইমাম পরিষদ আলোচনা ও বিক্ষোভ মিছিল করেন। এসময় জেলা ইমাম পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, ভারতে রাষ্ট্রদুত কে তলব করে এই আপত্তি বক্তেব্য নিন্দা প্রস্তাব দেওয়া আহবান করেন। তারা আরো জানান ইসলামসহ যতধর্ম আছে কেউ যদি আপত্তি কর কোন মন্তব্য কওে তার উপর সংসদে একটি যুগান্ত আইন পাশ করার জন্য আবেদন করেন প্রধান মন্ত্রীর কাছে। এর বিক্ষোভ মিছিলটি দড়াটানার ভৈরব চত্বর থেকে শুরু শহরের মনিহারে যেয়ে শেষ হয়। এসময় উপস্তিত ছিলেন জেলা ইমাম পরিষদের সকল নেতাকর্মীরা।
ভারতে হযরত মুহা. স: কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় যশোর ইমাম পরিষদের আলোচনা ও বিক্ষোভ মিছিল

