বেনাপোল প্রতিনিধি:
ভারতে গুজরাটে ৫ বছর জেলখেটে বেনাপোল দিয়ে ৬ বাংলাদেশী নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার সন্ধায তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাসপোর্ট ছাড়া ভারতে যেয়ে গুজরার্ট পুলিশের হাতে আটক হয় বাংলাদেশী নারী্হা।
তাদেরকে গুজরাট শহরের কাছভোগ সেন্টাল জেলে পাঠানো হয়। দীর্ঘ ৫ বছর জেলশেষে ট্রাভেল পারমিট এর মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ সোমবার সন্ধায
তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন।
ওসি জানান দু দেশের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতায ফেরত পাঠানো হয় যশোর বাঘারপাড়ার বাদশা শেখের পুক্র আনজু খাতুন (৩০) ঝিকরগাছার আলমগীর হোসেনের কন্যা রাশেদা বেগম। মাগুরার এয়াকুব আলীর কন্যা ইয়াসমিন খাতুন।সাতক্ষীরা গোলাপগাজির মেয়ে
রোজিনা পারভিন যশোর কেশবপুরের আরজান আলীর মেয়ে খাতুন (৩৫) যশোর রানী গজ্নাঃঞের দুলাল হোসেনের মেয়ে শারমিন আক্তারকে।
ওসি আরো জানান,বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর নিকট হস্তান্তর করা হয়ে বলে জানায পুলিশ।
ভারত থেকে আসা রোজিনা জানান ,রাতের অন্ধকারে দালালের মাধ্যমে অবৈধভাবে গত ২১ অক্টোবর ২০১৯ সালে ভারতে প্রবেশ করে ভারত গুজরাট কাজভোগে অবস্থান করাকালীন গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে ভারতের গুজরাট পুলিশ কর্তৃক আটকের পর, গুজরাট কাজভোগ জেলে ৫ বছর সাজা ভোগ করে আজ দেশে ফিরে এসেছি।

