শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারত থেকে আসল ১৬শ টন পেঁয়াজ   কেজিতে দাম কমেছে ১৫টাকা

আরো খবর

]বেনাপোল প্রতিনিধি :ভারতীয় পেয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার পরও দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৬শ৫০মে টন পেযাজ আমদানি করেছে বাংলাদেশ ট্রেড কর্পোরেশন অব টিসিবি।
ফলে পেয়াজ আমদানির খবরে যশোরের শার্শাও বেনাপোল  নাভারন ও বাগআচড়া সবজির বাজারে কমতে শুরু করেছে দাম ১দিনের ব্যাবধান প্রতিকেজিতে কমেছে ১৫টাকা। খুচরা  ৬৫ টাকা থেকে কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫থেকে ৫০টাকা। দাম আরও কমার আশা বিক্রেতাদের।
 ভারত পেয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই দেশের বাজারে দাম যায় বেড়ে। স্থানীয় বাজারগুলোতে প্রতিকেজি পেয়াজ বিক্রি হচ্ছিল ৬০থেকে৬৫ টাকা। রবিবার রাতে দর্শনা বন্দর দিযে৪২টি ওয়াগানে এসেছে ১হাজার৬শ৫০মে টন পেয়াজ। ৪০টাকা কেজি দরে স্থানীয় বাজারে পেয়াজ বিক্রি করবে টিসিবি।পেয়াজ আমদানির এ ধরনের খবরে কমেছে দাম।
সোমবার অধিকাংশ বাজারে ১০থেকে১৫টাকা দাম কমে গেছে বলে জানান বিক্রেতারা।তাদেের দাবী পেযাজের মোকামগুলোতে দাম কমিয়ে দিয়েছেন ব্যাবসায়িরা। ফলে বেড়েছে মজুত কমেছে দাম
দাম কমায় খুশি ক্রেতারা।
ক্রেতা রশিদ আলী ও মনিরা বেগম বলেন ব্যবসায়িদের কারসাজিতে বাড়ে দাম। ঈদের আগেই দাম কমায় খুশি তারা।
বিক্রেতা মশিযার রহমান ও সোহেল রানা বলেন মোকামে পেযাজের দাম দিয়েছে কমিয়ে ফলে বাজারে দেশি বিদেশি সব পেয়াজের দাম কমতে শুরু করেছে। আরও কমবে বলে আশা করেন তারা।

আরো পড়ুন

সর্বশেষ