বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ২৫০মেঃ টন পেয়াজ আমদানি হয়েছে। এর ফলে গত ৫দিনের ব্যাবধানে স্থানীয় বাজারে প্রতি কেজিতে পেয়াজের দাম কমেছে ৫০ টাকা। প্রতিকেজি ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৩৫/৪০টাকায়। আমদানি বাড়লে দাম আরো কমার আশা ব্যাবসায়িদের।গত ৫দিন আগে বাজারে পেয়াজের দামছিল ৯০/১০০টাকা।
ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধের পর গত ৫জুন ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে ভারত থেকে ৩টি ট্রাকে আসে ৭৫ মেঃটন পেয়াজ। ১০জুন আসে ৭৫টন।আর ১১জুন ৭ট্রাকে আসে ১৮৫মেটন পেয়াজ। এসব আমদানি করা পেয়াজ যাচ্ছে ঢাকা খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।
ব্যাবসায়ি আরমানআলী ও আমদানিকারক মিন্নু হোসেন বলেন ২০থেকে২২ টাকা কেজিদরে আমদানি করা হচ্ছে পেয়াজ। সরবরাহ ও আমদানি বাড়লে দাম ২৫থেকে ৩০টাকার মধ্যে আসবে বলে জানান তারা।
বন্দর পরিচালক ভারপ্রাপ্ত ব্দুল জলিল জানান গত ৩তিনে ৩২৫ টন পেয়াজ এসেছে বন্দরে। প্রতিদিন পেয়াজ আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান তিনি।
