মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ভারত থেকে ৮৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮৫ মেট্রিক টন ১২৫ কেজি বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ওই বিস্ফোরক দ্রব্য আমদানি করে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের পথে রওনা হয়।
এর আগে ৯ ডিসেম্বর ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এই বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এ চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করে মেসার্স ওয়েলকিন নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট।
মেসার্স ওয়েলকিন সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান বলেন, ‘ভারত থেকে আমদানি করা বিস্ফোরক দ্রব্যের সব কার্যক্রম সম্পন্ন করেছে কাস্টমস।’
আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সোহেল বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে খননের প্রস্তুতি চলছে। এর জন্য বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় সোমবার রাতে বাংলাদেশি ১৭টি ট্রাকে এই বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দর থেকে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশে রওনা দেয়। তেল-গ্যাস অনুসন্ধানের সময় খনন কাজে ব্যবহার করা হবে এই বিস্ফোরক দ্রব্য।’
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রুত পণ্য খালাসের সব ব্যবস্থা করা হয়েছে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ