নিজস্ব প্রতিবেদক:যশোরে ভারত বাংলাদেশের যৌথ আয়োজনে ২ দিন ব্যাপী আর্টক্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন,ভারত বাংলাদেশের ভাষা সংস্কৃতি অভিন্ন। ভৌগলিকগত কারণে আলাদা হলেও আমাদের সব কিছু এক। তিনি দু’দেশের এই আর্ট ক্যাম্পেরে মাধ্যমে পারস্পারিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের চিত্রশিল্পী স্বপন সরকার, চিত্র শিল্পী আরশাফ হোসেন ও শিল্পকলার ভাইস প্রেসিডেন্ট ফারাজী আহম্মেদ সাঈদ উপস্থিত ছিলেন।
ভারত বাংলাদেশের ভাষা সংস্কৃতি অভিন্ন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

