শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারত বাংলার আয়োজনে বেনাপোলে উদযাপিত হবে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:অমর২১ফেব্রয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সীমান্তের জিরো লাইনে দু দেশের প্রতিনিধিদের  মধ্যে সমন্বয় সভা অনুস্টিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় জয় বাংলা,জয় ভারত যৌথ স্লোগানে বেনাপোল-পেট্টাপোল চেকপোষ্টে উদযাপিত হবে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস অমর২১ফেব্রয়ারি। এপারে বঙ্গবন্ধু ২১ মঞ্চে হবে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্টান। জিরো লাইনের সন্নিকটে পেট্টাপোল সীমান্তেও হবে ভাষা দিবসের অনুষ্টান। পৃথক ২টি মঞ্চে উপস্তিত থাকবেন দুপার বাংলার কবি সাহিত্যিক লেখক জনপ্রতিনিধি ও মন্ত্রীরা। দিবসটি সাফল্যের লক্ষে  সীমান্তের জিরো লাইন পরিদর্শন ও প্রস্তুতি মিটিং করেন তারা। এসময় দু দেশের জন প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দু উপস্তিত ছিলেন।
সীমান্তে সোহার্দপূর্ন পরিবেশে  মতবিনিময় সভা করা হয়। এসময় একে অপরের সাথে শুভেচছা বিনিময়ের পর যৌথভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক ভাষা দিবস ২১উদযাপন পরিষদের আহবায়ক সিরাজুল হক মজ্ঞু জানান.নিরাপত্বা ও সুষ্ট পরিবেশে ভাষা দিবসের অনুষ্টান পৃথক মঞ্চে আয়োজন করা হয়েছে। প্রস্তুতিসভা ও মতবিনিময় অনুষ্টানে উপস্তিত ছিলেন, এমপি শেখ আফিল উদ্দিন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,ওসি কামাল হোসেন,ভারতের বনগা পৌরসভার প্রধান নির্বাহি শ্রী গোপাল শেঠ সহ দু পারের প্রশাসন ও জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দু। বেনাপোলের অনুষ্টানে মঞ্চ কাপাতে থাকবেন শিল্পি-লুইপা ও সাব্বির। ভারতীয় প্রখ্যাত শিল্পী ও সাহিত্যিকেরা।
দুপারের অনুষ্টানে-ভারতের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,উত্তর২৪পরগনা জেলাপরিষদ বিধায়ক শ্রীমতি বীনা মন্ডল,বিধায়ক বিশ^জিৎ পাল,বনগা পৌর প্রশাসক গোপাল শেঠ,শ্রী প্রাক্তন সংসদ শ্রীমতি মমতা ঠাকুর,অধ্যাক্ষ শ্যামল রায়,সাবেক উপ পৌর প্রশাসক জ্যোস্না আঢ্য,গাইঘাটা গ্রাম পঞ্চায়েত গোবিন্দ দাস,শ্রী সোমেন দত্ত,ছয় ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসেনজিত ঘোষ। এবং বাংলাদেশ স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,এমপি শেখ আফিল উদ্দিন,কাষ্টম কমিশনার আব্দুল হাকিম,জেলা প্রশাসক তামিজুল ইসলাম খান,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার,যশোর৪৯বিজিবি পরিচালক  লে: কর্ণেল আহম্মেদ হাসান জামিল,বন্দর পরিচালক (ভারপ্রাপ্ত)-আব্দুল জলিল,উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্রপাল,সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানও অধ্যাক্ষ ইব্রাহিম খলিল উপস্তিত থাকবেন।
প্রখ্যাত শিল্পি কবি সাহিত্যিক ও ভাষাপ্রেমী মানুষের মিলন মেলায় রুপ নেবে ২১ অনুষ্টান এমটাই আশা করে ২১ উদযাপন কমিটির নেতারা। তবে এবার ব্যাপক নিরাপত্বা ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান এমপি শেখ আফিল উদ্দিন ও বনর্গা পৌর প্রশাসক গোপাল শেঠ।

আরো পড়ুন

সর্বশেষ