প্রতিবেদক
অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পমাল্য দিয়ে ভাষা সৈনিকদের প্রথি শ্রদ্ধা নিবেদন করেছে কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে স্থানীয় হাইস্কুল মাঠে নির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সাতবাড়িয়া ইবুনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিএম হোসেন আলী,যুগন্ম আহবায়ক খলিলুর রহমান,সদস্য আব্দুল খালেক সানা, সাবংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু,প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য, ডা. ওয়াজিত ঘোষ, কলিম মোড়ল, শফিকুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম,আশুতোষ সাহা, নাজির হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা ও সদস্য মনিরুজ্জামান মনি।
