শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অনেক বড়: তথ্যমন্ত্রী

আরো খবর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।-বিডি প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ