শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো কেশবপুর

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:ভুমিহীন ও গৃহহীন মুক্ত হলো যশোরের কেশবপুর উপজেলা। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ওই ঘোষণা দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে কেশবপুরে ৪৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাড়ি ও জমি হস্তান্তর করার সাথে সাথে কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
পরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ওই সকল গৃহহীনদের হাতে ঘরের চাবি ও দুই শতাংশ জামির দলিল হস্তান্তর করা হয়।
এনিয়ে এ উপজেলায় ৪টি ধাপে ২২৯ জন গৃহহীন ও ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বশেষ