শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভোমরা বন্দর জব্দকৃত ট্রাকে পাওয়া গেল সাড়ে ৭ কোটি টাকার শুল্কফাঁকির পণ্য

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা বন্দর জব্দকৃত ট্রাকে পাওয়া গেল সাড়ে ৭ কোটি টাকার শুল্কফাঁকির পণ্য।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এর আগে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড থেকে খৈলের বস্তায় শাড়ি থ্রিপিসের বোঝাই ভর্তি বাংলাদেশী ২টি ট্রাক ও ভারতীয় ১টি লোডকৃত পণ্যের ট্রাক জব্দ করে বিজিবি। পরে সিজার লিষ্টে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড থেকে যশোরের আমদানিকারক ‘জেবা এন্টারপ্রাইজ’ সরিষার খৈলের বস্তার আঁড়ালে কাগজপত্রবিহীন শুল্কফাঁকির শাড়ি-থ্রিপিস প্রবেশ করাই। গোপন সূত্রে বিজিবির অভিযানে ঢাকা মেট্রো-ট-১৬-৩৬১৩ ও ঢাকা মেট্রো-ট-২২-৫৯০৩ এবং ভারতীয় ডাব্লবি-ডি-৬১৫৭ ৩টি ট্রাক আটক করে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিতে কাচাঁমালের আড়ালে ভারত থেকে বৈধ পণ্যর সাথে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে আমদানি নিশিদ্ধ ও অবৈধ পণ্য আমদানি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আর এসব শুল্ক ফাঁকি দিয়ে অসাধু আমদানিকারক ও সিঅ্যান্ডএফ মালিকরা রাতারাতি আংগুল ফুলে কলাগাছ বনে গেছে।

 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ভারতীয় খৈল বোঝাই একটি ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে উন্নতমানের ভারতীয় পোশাক ও মাদকদ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ভোমরা স্থলবন্দর ১ নম্বর গেটের কাছে অবস্থান নেয়। সন্ধ্যায় ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে সেটিকে থামাতে বলা হয়। তবে চালক নির্দেশনা উপেক্ষা করে ট্রাকটি দ্রুত কাস্টমস পার্কিংয়ের দিকে চালিয়ে যায়।

বিজিবি সদস্যরা ট্রাকটির পিছু নিয়ে কাস্টমস এলাকায় পৌঁছায় এবং দেখতে পান, ভারতীয় ট্রাক থেকে পণ্য বাংলাদেশি দুটি ট্রাকে স্থানান্তর করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় ও বাংলাদেশি ট্রাকচালক, হেলপার এবং শ্রমিকরা পালিয়ে যায়।

পরে বিজিবি ট্রাকগুলো তল্লাশি করে বিভিন্ন পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ি ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ি ২ হাজার ১০০ পিস, অতি উন্নতমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক ১টি এবং বাংলাদেশি ট্রাক ২টি। বিজিবির মতে এসব মালামাল ও যানবাহনের মোট মূল্য প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকা।

বিজিবি জানায়, আটককৃত চোরাচালান পণ্য, মাদক এবং ট্রাকগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

আরো পড়ুন

সর্বশেষ