শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে এলো ৬ ট্রাক কাঁচামরিচ 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।
রোববার (২ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসব কাঁচামরিচ এসেছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে, সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার, কদমতলা বাজার ঘুরে দেখা গেছে, রোববার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে।
কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি।
বিক্রেতারা বলছেন, পাইকারি দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ