মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

মঞ্জুকে অব্যাহতির কয়েক ঘণ্টায় বিএনপির ১৬ নেতার পদত্যাগ

আরো খবর

খুলনা প্রতিনিধি: নজর“ল ইসলাম মঞ্জুকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির খুলনা জেলার ১৬ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠুও রয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত সময়ে তারা পদত্যাগ করেন।
সূত্র জানিয়েছে, মিঠু বিএনপি মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন। বাকিরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেছেন।
আরিফুর রহমান মিঠু অভিযোগ করে বলেন, ‘নজর“ল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতির প্রতিবাদ জানাতে আমি পদত্যাগ করেছি।’
পদত্যাগকারী বাকি নেতারা হলেন- খুলনা সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড সভাপতি এম কে এ তরিকুল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহিদ কামাল টিটো, সদস্য মো. সামসুল আলম খান, মো. তরিকুল আলম, ওয়াহাব আলী, মো. নজর“ল ইসলাম নান্না, মো. রফিক, মো. খান গাজী, জাহাঙ্গীর মল্লিক, মো. বেল্লাল তালুকদার, এস এম শাহাবুদ্দিন, মো. আবুল বাশার, কবির আহমদ ও মহানগর স্বে”ছাসেবক ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. সার“জ্জামান মুকুল।
পদত্যাগ করা মহানগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ কামাল টিটো বলেন, ‘মূল কমিটির সভাপতি/সম্পাদক বরাবর পদত্যাগপত্র দিলে তারা তা গ্রহণ না করে আমাদের বহিষ্কার করাসহ যেকোনও শাস্তিমূলক ব্যব¯’া নিতে পারে। আমরা সে সুযোগ না দিয়ে পত্রিকায় ঘোষণার মাধ্যমে তৃণমূলের কর্মী ও কেন্দ্রীয় নেতাদের অব¯’ান পরিষ্কার করতেই এ পদত্যাগ বিবৃতি দিয়েছি। নজর“ল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আমরা এ পদত্যাগ করেছি।’
বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠু উল্লেখ করেছেন, ‘বিএনপির কতিপয় নীতিনির্ধারক অন্যায় সিদ্ধান্ত নিয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে। এর প্রতিবাদে পদত্যাগ করছি।’
এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘রাজনীতি ব্যক্তিগত বিষয়। কেউ যদি রাজনীতি না করতে চায়, সেটা তার অনুভূতির বিষয়। এখানে জোর করার কিছু নেই। এ কারণে কেউ পদত্যাগপত্র দিলে আমরা গ্রহণ করবো না এমন কোনও কারণ নেই। ১৪ বছর খুলনায় বিএনপির সম্মেলন নেই। আমরা সম্মেলন করার দায়িত্ব পেয়েছি। সুষ্ঠু একটি সম্মেলন দিয়ে আমরা বিদায় নিতে চাই।’
এর আগে, শনিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজর“ল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব র“হুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। গত ৯ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতেও রাখা হয়নি মঞ্জুকে।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ