শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরাপুরের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায়  আত্মসমর্পণকারী দুই আসামি কারাগারে

আরো খবর

যশোর
যশোরের মণিরামপুরের ঘিবা গ্রামের গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আত্মসমর্পণকারী দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামিরা হলো ঘিবা গ্রামের জহির খার ছেলে জামশেদ, মৃত কুবায়েত আলীর ছেলে টগর। সোমবার নারী ও শিশু নির্যাতিন দমন ট্রাইব্যুনাল ২ এর (জেলা ও দায়রা জজ) বিচারক নিলুফার শিরিন শুনানী শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি এ দুই আসামিসহ কয়েকজন একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছিল। এ ঘটনায় ওই গৃহবধূ আদালতে মামলা করেছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছিল তদন্তকারী কর্মকর্তা। এরপর তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে বিচারক গত ২৫ মে ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও বাকি আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসামি জামশেদ ও টগর পুলিশী গ্রেফতার এড়াতে সোমবার আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ