জি.এম.বাবু. রাজগঞ্জ ॥ যশোরের মণিরামপুরে চালুহাটি ইউনিয়নে এবার নৌকার অবস্থান অনেক ভাল। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নৌকার সমর্থক বাড়ছে। এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জননন্দিত নেতা আবুল হোসেন। তিনি বলেন, সব কিছুর উর্দ্ধে মানবতার কল্যাণ এবং জনসেবা করাই হচ্ছে আমার লক্ষ্য। দল আমাকে মনোয়ন দিয়েছে ২৮নভেম্বর অবশ্যই জনগণ নৌকার পক্ষে রায় দিবে। এ প্রতিনিধিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এভাবেই নিজের প্রত্যয় ব্যক্ত করলেন ১১নং চালুয়াহাটি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম।
ইতোমধ্যে দ্বিতীয় বারের মত এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন আবুল ইসলাম । বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ ইউনিয়নে আওয়ামীলীগের রাজনীতিকে টিকিয়ে রাখার অবদান হিসেবেই দ্বিতীয় বারের মত দলীয় হাইকমান্ড তার মনোনয়ন দিয়েছে বলে জানান স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় ভোটাররা জানান, এ ইউনয়ন থেকে বরাবরই ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন বি.এনপির প্রার্থী। যে কারণে বিগত দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন জয় পায়নি ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী। তবে দ্বিতীয় বারের মত আসন্ন ইউপি নির্বাচনে দল যোগ্য প্রার্থী হিসাবে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলামকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেয়ায় পরিস্থিতি ঘুরে দাড়িয়েছে। গোটা চালুয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্ঠি হয়েছে।
এছাড়া নিজ নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত তরুন এ আওয়ামীলীগ নেতা। তবে বৃহত্তর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ আবুল ইসলামকে আবারও দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতীক দেয়ায় দলের সকল স্তরের নেতাকর্মীরা খুশী।
নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলাম বলেন, তিনি ১৯৯১ সালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৩ সালে যুবলীগের সাধারন সম্পাদক ১৯৯৮ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০০৪সাল থেকে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন ধরে সততার সাথে পালন করে আসছেন। এজন্য এলাকায় সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে সাধারণ ভোটাররা নৌকার মাঝি হিসেবে তাকেই বেঁচে নিয়েছেন। ফলে ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে তিনি নির্বাচিত হলে ইউনিয়নের আপামর জনসাধারণের ম্যান্ডেটকেই প্রাধান্য দিবেন। সেই সাথে জনগনের অংশগ্রহনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার চিহ্নিত করা হবে এলাকার সকল সমস্যা।
তিনি আরো বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল নির্বাচনও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে। ফলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক অবহেলিত এ ইউনিয়নের সাধারন মানুষের সে অধিকারকে প্রতিষ্ঠিত করতেই তার এ পথচলা। চালুয়াহাটি ইউনিয়নের দীন মোহাম্মদ সরদারের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে আবুল ইসলাম দ্বিতীয়।
তার এই সততার কারণে নিজ গ্রাম কিম্বা সকল স্থানেই আবুল ইসলাম সদালাপিতার জন্য সর্বমহলে বেশ জনপ্রিয়। আবুল ইসলাম ব্যক্তি ইমেজে জাতি,ধর্ম,বর্ণ,ও দলমত নির্বিশেষে ১১নং চালুয়াহটি ইউনিয়নবাসীর দৃষ্টি কেড়েছেন।

