শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরের ঝাঁপা গ্রামের রাস্তার বেহালদশা

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। পুরো ঝাঁপা গ্রামে একটি মাত্র পাকা রাস্তা সেটার অবস্থাও বেহাল।
বাংলাদেশের প্রথম ভাসমান সেতু হিসাবে সুপরিচিত বঙ্গবন্ধু ভাসমান সেতু পার হয়ে ঝাঁপা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা।বৃষ্টি হলেই রাস্তায় কাদা চলাচলে জনদুর্ভোগ।রাস্তা খারাপ হওয়ার কারণে  জরুরী প্রয়োজনে পাওয়া যায় না গাড়ী।  অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।
 শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে বৃষ্টির পানিতে তৈরি হয়েছে গর্ত। পুরো রাস্তা জুড়ে কাঁদায় চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে।
 এই রাস্তা দিয়ে ঝাঁপা গ্রামের  মানুষের চলাচলের  একমাত্র রাস্তা। এই রাস্তার বিষয়ে বার বার নিউজ করা হলেও জনপ্রতিনিধিদের  কোন পদক্ষেপ দেখা যায়নি।
৫৩ বছরে ঝাঁপা গ্রামে মাত্র একটি রাস্তা পাকা বাকি রাস্তা গুলো কাচা।
 এবিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ভোটের সময় এলে জনপ্রতিনিধিরা আমাদের রাস্তা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে সবকথা ভুলে যায়।
স্থানীয় বাসিন্দা নিছার বলেন,বজ্ঞবন্ধু ভাসমান সেতু হওয়ায় আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘপ হয়েছে কিন্তু এই খারাপ রাস্তার কারণে আমাদের খুবই কষ্ট হয়।
স্থানীয় দের একটাই দাবি ঝাঁপা গ্রামের রাস্তা গুলো দ্রুতই পাকা করা হোক।

আরো পড়ুন

সর্বশেষ