মণিরামপুর/ রাজগঞ্চ প্রতিনিধি :- মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে হারিয়ে ১ হাজার ৪৯ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৫ হাজার ৯৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ৯১২ ভোট পেয়েছেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া চেয়ারম্যান পদে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ফরিদ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে প্রেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট। অপরদিকে বিজয় মেম্বর প্রার্থীরা হলেন এক নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান, দুই নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান, তিন নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে মুনসুর আলী, পাঁচ নম্বর ওয়ার্ডে আলী কদর, ৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, সাত নম্বর ওয়ার্ডে আব্দুল আলিম, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে আবু তালেব।এছাড়া মহিলা বিজয়ী মেম্বর হলেন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে রহিমা খাতুন, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পারভীনা খাতুন, এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঝরনা খাতুন। বিজয়ী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। সোমবার সকাল ৮ টা থেকে ইভিএমে হরিহরনগর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়। যান্ত্রিক ত্রুটি থাকায় ও ভোটারদের কাছে পরিচিত না হওয়ায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে ভোটারদের।
রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ২২৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুরুর দিকে ইভিএমে কিছুটা সমস্যা ছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিয়ে খুশি ভোটারেরা। ৯ টি কেন্দ্রে ৯৪ টি ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে।
ভোট কেন্দ্র গুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিলো খুবই কঠোর। সুস্থ ও নিরপেক্ষভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়েছে।

