মণিরামপুর প্রতিনিধি:
‘রাজনীতি করে সবকিছু হারিয়েছে আমার স্বামী। অসুস্থ্য অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। খুব কষ্টে দিনাতিপাত করছি। দল কেন? কেউ খোঁজখবর নেয়নি। আমাগে মনটা ভরে গেছে ইয়াকুব ভাই আমার স্বামীর পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আল্লার কাছে তার জন্য দোয়া করি।’ কথাগুলো বলছিলেন বালিয়াডাঙ্গা খাঁনপুর গ্রামের বাসিন্দা মণিরামপুর উপজেলা আওয়ামী ওলামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাফেজ মফিজুর রহমানের স্ত্রী রেবেকা বেগম। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী তার নিজ বাড়িতে বিভিন্ন রকমের ফলমূল নিয়ে খোঁজখবর নেন ও অসুস্থ্য মফিজুর রহমানের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। এসময় এস এম ইয়াকুব আলী তার দেখভাল এর দায়িত্ব নেন।
এস এম ইয়াকুব আলী বলেন, মফিজুর রহমান আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি এখন বড় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। আমাদের উচিত তার পাশে দাঁড়ানোর। তার জন্য কিছু করতে পারছি, এজন্য নিজের কাছে ভাল লাগছে।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, আব্দুল মজিদ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, আব্দুল্লাহ সোহান, রুহুল আমিন, আশিক, সুমন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মফিজুর রহমান ব্যক্তি জীবনে বঙ্গবন্ধুর একজন আদর্শের নিবেদিত সৈনিক ছিলেন। তাইতো ব্যবসার পাশাপাশি উপজেলা রাজনীতির সাথে জড়িত ছিলেন একনিষ্ঠা ভাবে। নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন। নেতৃত্বে দিতে গিয়ে নিজের ব্যবসা-বাণিজ্যের দিকে নজর না দিয়ে ছুটে বেড়িয়েছেন উপজেলার প্রত্যন্ত এলাকায়। সু-সংগঠিত করেছেন দলকে। ২০০১, ২০০৮, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পে প্রশংসনীয় অবদান রেখেছেন তিনি। বর্তমানে হার্ট অ্যাটাকের কারণে প্যারালাইসে আক্রান্ত হন। অর্থের অভাবে ঠিকমত ঠিকিৎসা করাতে পারছেন না পরিবারের সদস্যরা। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে এস এম ইয়াকুব আলীর। তারই ধারাবাহিকতায় এস এম ইয়াকুব আলী তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মণিরামপুরে অসুস্থ্য ওলামালীগ নেতার পাশে দাঁড়ালেন এস এম ইয়াকুব আলী

