ভ্রাম্যমাণ প্রতিনিধি: বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস পুলিশের উপর হামলা অবৈধ হরতালের প্রতিবাদে মণিরামপুরে আওয়ামীলীগের ভিন্ন ভিন্ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মণিরামপুর পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, তরুণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ খান,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, যুবলীগ নেতা গাজী আসাদ, মুরাদুজ্জামান মুরাদ,পৌর যুব মহিলা লীগের সুরাইয়া আক্তার ডেইজি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বিকেলে মণিরামপুর পুরাতন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়, এই সমাবেশে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, হাশেম আলীসহ বিভিন্ন নেতাকর্মীরা।
একই সময়ে মণিরামপুর কৃষক লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সিটি প্লাজার চেয়ারম্যান যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জিএম মজিদ, মণিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে গরুহাটা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রীতা রানী পাড়ে,হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, আওয়ামী লীগ নেতা তারেক মির্জা, পৌর শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক পৌর মেম্বার আব্দুর রহমান, জাতীয় শ্রমিকলীগ মণিরামপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য মুস্তাফিজুর রহমান টুলু, হরিদাস কাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিউজ্জামান রানা, সাবেক মহিলা মেম্বার জোছনা কবির, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ইসলাম বুলবুল,সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান।
