শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে  আ’লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এম পিকে ফুল দিতে গিয়ে  আওয়ামী লীগ এর  দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার শ্যামকুড় ইউনিয়ন এর নাগোর ঘোপ বহুমূখী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করতে যান প্রতিমন্ত্রী। সন্ধ্যায় সেখানে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মনি এবং দলীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের লোকজন প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা জানানোকে নিয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি  নিয়ন্ত্রণে  আসে।
বর্তমান চেয়ারম্যান ইন্জিনিয়ারি আলমগীর হোসেনের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে
 ফোন ঢুকলেও ফোন রিসিভ হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, আলমগীরের লোকজন আমার কর্মীদের ওপর অযাচিতভাবে হামলা করেছে এবং ডেকোরেশন সাউন্ড স্টিটেমের মালামালসহ একাধিক চেয়ার ভাঙ্গাচুর করেছে। আমি এর  বিচার চাই।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ আব্দুল মজিদ   বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি চেয়ারম্যান ইন্জিনিয়ার আলমগীর হোসেনে ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের  নেতৃত্বে ঘটেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ঘটনা বেশি দূর গড়ায়নি,কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা চেয়ারে বসা নিয়ে গন্ডগোল করে, আমরা  তাৎক্ষণিকভাবে ঘটনা নিয়ন্ত্রণ করেছি। এব্যাপারে কোন অভিযোগ হয়নি,অভিযোগ হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরো পড়ুন

সর্বশেষ