নিজস্ব প্রতিবেদক:‘গরীব বলে কেউ মূল্য দেয় না। দিন এনে দিন খাই। খুব কষ্টে জীবন যাচ্ছে। ঈদের আগেই নতুন কাপড় পাইছি। আমারে লুঙ্গি এবং স্ত্রীকে শাড়ি দিছে। ইয়াকুব আলীর দেওয়া নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়ুম, তার জন্য দোয়া করুম। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুম।’
বুধবার সকালে এস এম ইয়াকুব আলীর পৈত্রিক নিবাস মণিরামপুরের আগরহাটি গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন লাউড়ী গ্রামের হাফিজুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন এলাকার গরীব, অসহায় দু:স্থ পাঁচ শতাধিক মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী। ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলীর পিতা আলহাজ¦ জবেদ আলী সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যায়ের চিকিৎসক ডা. মেহেদী হাসান, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক এস এম মজনুর রহমান, মোহাম্মাদ বাবুল আকতার, আব্দুল্লাহ আল মামুন সোহান, তাজাম্মূল হুসাইন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, পাড়দিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুচ আলী, মুজগুন্নী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, হাসাডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ।
এস এম ইয়াকুব আলী বলেন, অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি দেশ ও সমাজের সব স্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব।
মণিরামপুরে আ’লীগ নেতা এস এম ইয়াকুব আলীর ঈদ উপহার বিতরণ

