নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রোহিতা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
ওসি জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
চেয়ারম্যান হাফিজ উদ্দিন বাগডোব গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান নওশের আলীর ছেলে। তিনি বর্তমানে রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, “আজ সকাল ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। তিনি আমার কক্ষে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর করেন এবং এরপর নিজের কক্ষে গিয়ে ইউপি সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন।”
তিনি আরও জানান, চেয়ারম্যান কার্যালয়ে আসার কিছুক্ষণ পর খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে প্রবেশ করেন। পরে থানা থেকে দুটি জিপগাড়ি করে আরও পুলিশ আসে। তাঁরা চেয়ারম্যানকে বাইরে ডেকে নিয়ে রোহিতা বাজারে নিয়ে যান এবং সেখান থেকেই পুলিশ জিপে করে তাঁকে নিয়ে যায়।
তবে চেয়ারম্যানের ভক্ত ও অনুসারীরা দাবি করেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে,মনিরামপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

