শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ঈগল প্রার্থীর গণসংযোগ

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-০৫ (মণিরামপুর) আসনে নির্বাচনী প্রচারণা করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী।

বুধবার বিকেলে উপজেলার কালার মোড়, মনোহরপুর ও গোপালপুর বাজারে এক মতবিনিময় সভার মাধ্যমে ঈগল প্রতীকের প্রচারণা করেন তিনি। এসময় এস ইয়াকুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় নেতাদের নির্বাচনে অংশ নিতে বলেছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। আশি শতভাগ আশাবাদী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত কববেন।

প্রচারণা সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামাী লীগ নেতা সন্দীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামান, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য কুমার মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

 

আরো পড়ুন

সর্বশেষ