মণিরামপুর প্রতিনিধি:নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার খড়িঞ্চী গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত আব্দুর রাজ্জাক ও রোহিতা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন তিনি।
পরে দুপুরে মণিরামপুর ডাকবাংলোয় হরিহরনগর, ঝাপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর ও পৌরসভার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এমপি এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, মণিরামপুরবাসী শান্তি চাই, আমিও চাই মণিরামপুরের আপামর জনসাধারণ যেন শান্তিতে থাকতে পারেন। দূর্নীতি অনিয়ম, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আমার গায়ে দাগ লাগানোর কেউ চেষ্টা করবেন না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন, মকবুল হোসেন প্রমুখ।

