মণিরামপুর প্রতিনিধি: সকাল ৯টা থেকেই বিভিন্ন ইংরেজী ও হিন্দি ডিজে গানে প্রকম্পিত হচ্ছিল মনিরামপুর পৌর শহরের তাহেরপুরে আদর্শ্য বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।
৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় অংশগ্রহণকারীদের চলমান বিদায়ী অনুষ্ঠান ছিল সেটি। যা আয়োজন করে বিদায়ী শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে আরেক অশ্লীলতা, প্রতিটি ছেলে ও মেয়ের শরীরের টি শার্টে দেখা মেলে বিভিন্নরকম অশ্লীল ভাষায় লেখা নানা রকম শব্দ।
এসএসসি পরিক্ষার্থীদের এমন বিদায় অনুষ্ঠানের দৃশ্য দেখে স্থানীয় সুশীল সমাজ হতবাক। তারা বলছেন, প্রতিটি মা-বাবা তাদের সন্তানদের প্রকৃত সুশিক্ষা ও ভালো মানুষ হয়ে গড়ে উঠার জন্য বিদ্যালয়ে পাঠান। আর সেই বিদ্যালয়ের যদি এমন হয় তাহলে অভিভাবকরা যাবেন কোথায়।
এ ব্যাপারে মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,এ বিষয়ে আমি শিক্ষার্থীদের বার বার নিষেধ করেছি। তারা আমার কথা অমান্য করে প্রতিষ্ঠান চলাকালিন সময়ে স্কুলের প্রাচীরের ভিতরে এমন নিকৃষ্ট কাজ করেছে। আমি বিষয়টি নিয়ে লজ্জিত।
প্রতিষ্ঠানের সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এলাকার বাইরে আছি ফিরে এসে বিষয়টা খতিয়ে দেখে আপনাদের জানাবো।
