রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে খাদ্যবান্ধব চাল বিক্রি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

আরো খবর

নিজেস্ব প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে খাদ্যবান্ধব চাল বিক্রি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ানে এই হামলার ঘটনা ঘটেছে।

ওই ইউনিয়নের (৪, ৫ ও ৭ নম্বর) ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৯ জন সুফলভোগীদের মাঝে ১৫ টাকা কেজি মূল্যের চাল বিতন কারার সময় স্থানীয় বিএনপির একটি গ্ররূপ বাধা দেন এবং মিছিল করতে থাকেন এসময় অপর একটি গুরূপ প্রতিবাদ করলে দুই গ্রুপে মধো সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সুফলভোগী কার্ড ধারী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওয়াতায় গরিব ও দরিদ্রদের জন্য ১৪ হাজার ৯৭০ কেজি ১৫ টাকা দরে চাল বিতারনের ডিলারের মাধ্যমে সিদ্ধান্ত নেন ।

 

সকাল ৯ টা থেকে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের গরিব ও দুস্থদের সরকারি ভাবে ন্যায্য মূল্যে কম দামে চাল বিক্রির সময় বিএনপি’র দু’ গ্রুপের একটি মাস্টার মতিয়ার গ্রুপের নেতা ঢাকুরিয়ার খালপাড়ের মোস্তফা রহমান (মনার ) ছেলে তরিকুল ইসলাম ও তেলিকুড়ের খলিলের ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশত বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাজারে মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং চাল বিত্রিতে বাধা দেয়।

এসময় প্রতিপক্ষ মিজানুর রহমানের লোজকন বলেন, গরিবদের চাল বিক্রী করার বাধা দেওয়া যাবে না তাই বলে পাল্টা মিছিল দেওয়ার চেষ্টা করলে মাস্টার মতিয়ার গ্রুপের নেতারা আবার মিছিলে বাধা দেন তখন দুই পক্ষের বাক-বিতান্ড শুরু হয় । বেলা সাড়ে ১১টার দিকে মাষ্টার মতিয়ার পক্ষের তরিকুল ইসলাম ও মিজানুরের নেতৃত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের নেতা কর্মীর উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায় সংর্ঘষে রুপ নেয়।

এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। আহতরা হলেন- মোল্লা মিজান (৩৯), ফারুক হোসেন (২৬), হৃদয় হোসেন (১৮), শাহিন (২০) এবং শাওন হোসেন (২৭)। আহতদেরকে মনিরামপুর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডিলার জাহিদুল ইসলাম জানান, সংঘর্ষের কারণে চাল বিক্রী করতে ব্যর্থ হয়। অবশ্য, চাল বিক্রী কার্যক্রম বন্ধের বিষয়টি জানা নেই বলে দাবি করেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।

সংশ্লিষ্ট ইউপি মেম্বর সাথী বেগম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মঙ্গলবার (১ অক্টোবর) চাল তুলে ঢাকুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেনের দোকানে মজুদ করা হয়।

 

বৃহস্পতিবার চাল বিক্রীর লাভের টাকা ভাগ চওয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনী, ও ঘটনা স্থলে আসেন।

আরো পড়ুন

সর্বশেষ