শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, থানায় অভিযোগ

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শাহিনুর বেগম মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বখাটে, মাদকাসক্ত ইমদাদুল, মিকাইল, মিঠুসহ আরও ৪-৫ জন অজ্ঞাত সহযোগী দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। ইমদাদুল প্রায়ই রাতের অন্ধকারে ভুক্তভোগীর ঘরের পাশে এসে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন প্রস্তাব দিত। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

শাহিনুর বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা একাধিকবার তার বাড়ি থেকে ছাগল ও হাঁস চুরি করেছে। সর্বশেষ গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির বাইরে বাথরুমে গেলে ইমদাদুল জোরপূর্বক তাকে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

মনিরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ