শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে চাল কান্ডে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে ১ হাজার  ৩১৭ বস্তা সরকারি চাল হাত বদলের ঘটনা ঘটেছে।
বস্তায় খাদ্য অধিদফতরের লোগোসহ লেখা ছিলো ‘শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
এঘটনা ঘটেছে মণিরামপুর উপজেলার আলোচিত ভাই ভাই রাইস মিলে।এর আগে করোনা কালীন সময়ে যশোরের মণিরামপুরের খাদ্য গুদাম থেকে চাল  চুরি করে  ভাই ভাই রাইস মিলে আনলোড করার সময় পুলিশ   ৫৫৫ বস্তা চাল জব্দ করেছিল।
রোববার সকাল সাতটার দিকে ভাই ভাই রাইস মিলে দুইটি ট্রাক থেকে আলম সাধুতে করে স্থানান্তরের সময় স্থানীয়রা  খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা দেখে প্রশাসনকে জানায়।
 খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান উপস্থিত হয়। ভাই ভাই রাইস মিল কর্তৃপক্ষ জানায়,ভাঙ্গা ফরিদপুর থেকে মেসার্স হাওলাদার ট্রেডার্স এর কাছ থেকে ৪৭ টন চাল কিনেছেন তারা। মণিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে  পূজা উদযাপন পরিষদকে এ চাল দেয়া হয়েছিল।
পূজা উদজাপন পরিষদ এ চাল বিভিন্ন ব্যাবসায়ীদের কাছে  বিক্রয় করে দেন তারই নমুনা হচ্ছে এটি। এই ভদ্রলোক ভাঙ্গা থেকে কিনি নিয়ে এসেছেন। তার ক্রয় বিক্রয় কোনো সমস্যা নাই এটা আমরা নিশ্চিত করতে পেরেছি। প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক না থাকাই এবং  চাউল কেনার পর সরকারি মোড়ক ব্যাবহারের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায়   ভাই ভাই রাইস মিলকে নগত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আরো পড়ুন

সর্বশেষ