নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিমের সঙ্গে পৌরসভা ও ১৭টি ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম (সরু চৌধুরী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মুফতি ফিরোজ শাহ, মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন উদ্দীন খান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, ঢাকুরিয়া ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি আজগর আলী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক এস. এম. বেলাল হোসেন এবং এম. এ. হালিমের সহধর্মিণী লুৎফুর নাহার লিছাসহ পৌরসভা ও ১৭ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

