মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা বালিধা গ্রামের নাছিমা বেগমের পরিবারকে প্রতিবেশী মৃত আদার সরদারের ছেলে বারীক সরদার ও বারীক সরদারের মেয়ে মমতাজ বেগম এবং স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান লিপু’র নেতৃত্বে বসত বাড়ী ঘিরে অবরুদ্ধ করে রেখেছে।
নাজমা বেগম ক্রয়কৃত জমির উপর বসতভিটা নির্মাণ করে দীর্ঘ দীন বসবাস করে আসলেও হঠাৎ গত ৩ ডিসেম্বর বসতবাড়ি আঙ্গিনা থেকে মাটি কেটে রাস্তা সংষ্কার এবং ৮ ডিসেম্বর প্রভাবশালী পরিবারটি ইউপি সদস্য মফিজুর রহমান কে নিয়ে বসত বাড়ীর আঙ্গিনা ঘিরে দখল করে অবরুদ্ধ করে রেখেছে।দীর্ঘ চার মাস ধরে ঐ প্রভাবশালী পরিবার বসতবাড়ির আঙ্গিনা নেট দিয়ে ঘিরে রেখে সেখানে অস্থায়ী টিনের ঘর ও গাছ রোপন করে বসত বাড়ী আঙগিনা দখল রেখেছে।
এমনকি উঠান থেকে মাঠি কেটে রাস্তা সংষ্কর করেছে ইউপি সদস্য মফিজুর রহমান লিপু দাবী করেন ভুক্তভোগী নাছিমা বেগমের মা রাবেয়া বেগম। জমি বিক্রেতা নাছিমার মা রাবেয়া বেগম বলেন, নাছিমা জমি ক্রয় করে বসতবাড়ি করে বসবাস করার পর থেকে প্রভাবশালী পরিবার হঠাৎ জমির দাবী করে রান্না ঘর সহ উঠান ঘিরে দখল করে রেখেছে। স্থানয়ী রুহুল আমিন জমি দখলের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আদালতে মামলা চলমান থাকা স্বত্বেও বসত বাড়ীর আঙ্গিনা ঘিরে মাটি কেটে রাস্তা সংষ্কারের বিষয়টি যৌক্তিক না বলে দাবী করেন। অভিযুক্ত মমতাজ বেগমের বলেন, দখলকৃত জমির উপর তাদের জমি রয়েছে যে কারনে দখল নিয়ে ঘিরে রেখেছি। ইউপি সদস্য মফিজুর রহমান লিপু বলেন,আমি সবার সাথে কথা বলে মাটি কেটে রাস্তা সংষ্কার করেছি। জমি দখলের বিষয় অভিযোগ মিথ্যা এবং মামলার বিষয় আমার জানা নাই। এস আই শরিফুল ইসলাম সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আদলতের দেওয়া ১৪৪/১৪৫ জারির নোটিশ প্রদান করে আসছি। এরপর যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটনা ঘটে তাহলে ব্যাবস্থা নেওয়া হবে।এবং আদালতের রায় উপো করলে অবশ্যই ১৮৮ করার জন্য বাদীকে বলে দেওয়া হয়েছে।

