শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে নির্বচান থেকে সরে গেলেন জাপা প্রার্থী হালিম

আরো খবর

শরিফুল ইসলাম:যশোর-৫ মনিরামপুর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী কাউকে সমর্থন না জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন। এবং জাতীয় পার্টির কর্মীদের ভোটের মাঠে না যাওয়ার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে করেন ।
 বৃহস্পতিবার সন্ধায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি  বলেন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সকল বিধি-বিধান মেনে নির্বাচনী কার্য পরিচালনা করে আসছিলাম। এখন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন অফিসারবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। সে কারণে আমি নির্বাচন কমিশন এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। আমার দল জাতীয় পার্টির সিট ভাগাভাগির নির্বাচন দেশ এবং জাতীয় পার্টির জন্য ক্ষতিকর মনে করে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসেই গণ মাধ্যমের সামনেই প্রতিবাদ করে ছিলাম।
ভেবেছিলাম নির্বাচন করব না, কিন্তু মনিরামপুর বাশির স্বার্থের কথা চিন্তা করে নির্বাচন চালিয়ে যাচ্ছিলাম। আমার ধারণা ছিল হয়তো মনিরামপুর বাশির স্বার্থ দল-মত নির্বিশেষে সবাই ভোটের মাধ্যমে একটি পরিবর্তনকে স্বাগত জানাবে। কিন্তু জাতীয় পার্টির চেযারম্যান ও মহাসচিব এর রহস্যজনক আচরণ এবং মহাসচিব এর নির্বাচনী পোস্টার এর ধরন ও আওযামী লীগের সাথে জাতীয় পার্টির সমজোতার বিষয়টি সাধারণ জনগন তো দূরের কথা আমার নিজ দলের নেতাকর্মীরাও এ ভোটের আগ্রহ হারিয়েছে।
সাথে সাথে আমার দলের কেন্দ্রীয় নেততৃবৃন্দ আমার কোন সহযোগীতা তো দূরের কথা কোন খোজ খবরও রাখেনি।
তাই অধিকাংশ নেতাকর্মী মনিরামপুরের বৃহৎ জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচনে কোন ব্যক্তি, দল বা মার্কাকে সমর্থন করছি না। যদি আমার দলের কোন নেতাকর্মী অন্য কোন ব্যক্তি, মার্কাকে সমর্থন বা সহযোগিতা করে তবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে মনিরামপুর জাতীয পার্টির সভাপতি এবং প্রার্থী হিসাবে আমি এম এ হালিম কোন দাযিত্ব নেব না।
যেহেতু আমি আমার নাঙ্গল মার্কা এর নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি তাই মণিরামপুর বাসিকে এই নির্বাচনে নাঙ্গল মার্কায় কোন ভোট না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
যে সমস্ত নেতাকর্মী ও ব্যক্তিবর্গ এতদিন আমার নাঙ্গল মার্কার কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবু,রুহুল আমিনসহ স্থানীয় নেততৃবৃন্দ

আরো পড়ুন

সর্বশেষ