শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর দিকনির্দেশনায় এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান-এর নেতৃত্বে মণিরামপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযানে চুরি ও মাদক মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে। অভিযানে একটি চোরাইকৃত ছাগল ও ২১ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (০৩ আগস্ট ২০২৫) মণিরামপুর থানার এসআই অপর্ণা বিশ্বাস ও তার সংগীয় ফোর্স মণিরামপুর থানার মামলা নং-০৭, তাং-০৩/০৮/২০২৫, ধারা- ৩৭৯/৪১১ অনুযায়ী কোতয়ালী থানা এলাকার দুই এজাহারনামীয় আসামি—হানজালা (২০), পিতা- মৃত মোলাম বিশ্বাস, সাং- বালিয়াঘাট এবং মোঃ রবিউল ইসলাম আকাশ (২৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- ধোপাপাড়া (রাজারহাট)—কে গ্রেফতার করে। আসামিদের হেফাজত থেকে একটি চোরাইকৃত ছাগল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫,০০০ টাকা।

অন্যদিকে, ৪ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে এসআই তুহিন হোসেন ও এএসআই ইমরান হোসেন-এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মনিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বরুণ বিশ্বাস (৩৩), পিতা- মাধব বিশ্বাস, সাং- মনিরামপুর—কে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২১ বোতল রেক্টিফাইড স্পিরিট, যার পরিমাণ ২.১ লিটার এবং বাজারমূল্য আনুমানিক ৬,৩০০ টাকা।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা (মামলা নং-০৮, তাং-০৪/০৮/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মোঃ বাবলুর রহমান খান জানান, “অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।”

আরো পড়ুন

সর্বশেষ