শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ আহত ৫

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে আব্দুল আজিজ (৫৯) নামের এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আব্দুল আজিজের পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে সন্ত্রাসী মহব্বত আলীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সালামতপুর গ্রামে হামলা চালায়।
আসামিদের মধ্যে রয়েছেন, মহব্বত আলী, ইব্রাহিম হোসেন (৪৫), আব্দুল (৫০), সাইদুর রহমান (৪৫) ও হেলাল হোসেন (৩৮)। সকলেই গাংগুলি গ্রামের বাসিন্দা।
হামলাকারীরা ধারালো অস্ত্রসহ চাইনিজ কুড়াল নিয়ে আব্দুল আজিজের ওপর হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ