মণিরামপুর প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-০৫ (মণিরামপুর) আসনের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
বৃহস্পতিবার চালুয়াহাটি ইউনিয়নের দলীয় কর্মীসহ সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে সিটি প্লাজায় এ মতবিনিময় করেন।
এস এম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এসময় এস এম ইয়াকুব আলী নিজের মনোনয়নের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরেন।

