ওই যুবতি দাবি করেন,আরাফাত আর তিনি রাজারহাটে একই বিস্কুট ফ্যাক্টারিতে কর্মরত ছিলেন, সেখানে আরাফাত তাকে প্রেমের প্রস্তাব দেয়। একপর্যায় তাকে বিশ্বাস করে ভালবেসে ফেলি।
আরাফাত আমাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একাধিক রাত্রি যাপন করে।তারাই ফলে তিনি এখন অন্তসত্ত্বা। তিনি বলেন,নওয়াপাড়া ডায়াগনস্টিক সেন্টারে আল্টাসনা রিপোর্ট করিয়ে জানতে পারি আমি ৩৯ দিনের অন্তঃসত্ত্বা। তিনি আরাফাতের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান। কিন্ত আরাফাত মেনে না নেয়ায় তিনি তার বাড়িতে গিয়ে অবস্থান ঘট পালন করে আসছিল।
মণিরামপুরে প্রেমিকের বাড়িতে ধর্মঘট করা সেই যুবতিকে মার ধর,৯৯৯ কল পেয়ে উদ্ধার

মণিরামপুর প্রতিনিধি:যশোর মণিরামপুর উপজেলা উওর ভরতপুর গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অনশন করা সেই যুবতিকে গভীল রাতে মারধর করা হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ডলি নামের ওউ যুবতি মণিরামপুর কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার গভীর রাতে ছেলের পরিবার আশেপাশের কয়েক জন লোক নিয়ে তাকে বেধড়ক মার পিট করা হয়। এসময় ডলি খাতুন ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে মণিরামপুর থানা পুলিশ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত এই নারী আরাফাতের বাড়িতে এসে তার গর্ভে থাকা সন্তানের কথা বলেন। এ নিয়ে আরাফাতের বাড়িতে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি একটি বৈঠক করেন। সেখানে কোনো সমাধান করতে পারেননি জনপ্রতিনিধিরা।
