শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 মণিরামপুরে ইয়াকুবের উদ্যোগে অবরোধ বিরোধী শোডাউন ও প্রতিবাদ সভা

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে মণিরামপুরে সড়কে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে উপজেলার সামনে থেকে পৌর শহরে মোটরসাইকেল শোডাউনের সময় আওয়ামী লীগের উন্নয়নমূলক বিভিন্ন স্লোগান দেন নেতক-কর্মীরা।
পরে মোটরসাইকেল শোডাউন শেষে উপজেলার সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা  গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাধারণ জনগনের জানমাল রক্ষার্থে আমরা মাঠে আছি এবং থকবো।  বিএনপি জামায়াতের এই অবৈধ অবরোধ রুখতে রাজপথে থেকে আমরা প্রতিহত করবো। বিন্দুপরিমানও তাদেরকে  ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন

সর্বশেষ