শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

 ভ্রাম্যমাণ প্রতিনিধি:২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা,গম,ভট্রা,মসুর,সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ