শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপকে গুলি করে হত্যা

আরো খবর

মণিরামপুর/কেশবপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে একটি বরফকলের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে পাশ্ববর্তী কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি গলিতে নিয়ে মাথায় কয়েকটি  গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং স্থানীয়রা উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মণিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানিয়েছেন,নিহত রানা প্রতাপ বৈরাগী এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিল। দীর্ঘদিন এলাকায় বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয় কেশবপুরের সীমান্ত সংলগ্ন কপালিয়া বাজারে একটি মাছের খাদ্যের মিক্সার মিল পরিচালনা করে আসছিলেন। সে একটি পুত্র সন্তানের জনক। তার থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে রানা প্রতাপ হত্যাকারীদের গ্রেফতারে পুশের অভিযান জোরদার করা হয়েছে। গুরুত্বপুর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশ প্রহরা। সেইসাথে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

আরো পড়ুন

সর্বশেষ