শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 মণিরামপুরে ব্রেইন স্টোকে শিক্ষার্থীর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে এস এম ইয়াকুব

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:মণিরামপুরে মেধাবী শিক্ষার্থী জুই আক্তার তাবাসসুম (১৯) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। সে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তিনি পৌর শহরের বিজয়রামপুর গ্রামের দিনমজুর শের আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষাথী জুই আক্তার তাবাসসুম গত ২১ অক্টোবর নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করায় তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
এদিন এশাবাদ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জুই আক্তার তাবাসসুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারে আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী

আরো পড়ুন

সর্বশেষ