মণিরামপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিক্ষুকমুক্ত দেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষে মনিরামপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করনের অংশ হিসেবে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিক্ষুকদের মাঝে আর্থ সামাজিক উন্নয়নের জন্য ছাগল বিতরণ করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম নিজে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামানের তত্ত্বাবধানে ১০টি অসহায় ভিক্ষুক পরিবারের মাঝে ২টি বাচ্চাসহ ১টি মা ছাগল বিতরণ করা হয়। এব্যাপারে জানতে চাইলে সমাজসেবা অফিসার বলেন, আমরা এভাবে আগামীতেও ধাপে ধাপে অসহায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করব।
