মণিরামপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্লান্তহীনভাবে ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
শনিবার সন্ধ্যায় মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নে ভোটারদের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকার পক্ষে গণসংযোগে করেন তিনি। গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নানা ধরণের শ্লোগানে মুখোরিত করে তোলে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, স্থানীয় ইউপি সদস্য নরিমমালী,আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আব্দুর রহিম, আতিয়ার রহমান, যুবলীগ নেতা আশিক হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ।

