শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ভোটে কেন্দ্রের জন্য আনসার সদস্য বাছাই 

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে খেদাপাড়া পল্লী মঙ্গল (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোহিতা, কাশিমনগর, খেদাপাড়া, হরিহরনগর ও ঝাপা ইউনিয়নের আনসার ও ভিডিপি ৪৭০জনের মধ্যে ৪৩৫ জন সদস্য বাছাই করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যশোর আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল এডজুটেন্ড মহব্বত আলী মোড়ল, মণিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা প্রশিক্ষক ফারুক হোসেন, মনিটরিং সদস্য শামীম হোসেনসহ সকল ইউনিয়নের দলপতি ও দলনেত্রী।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফারুক হোসেন বলেন, আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে এ বাছাই প্রক্রিয়া করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে অন্যান্য বাহিনীর সাথে আনসার সদস্যরা যুক্ত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ