মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসা ও হেফজ খানা মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে।
বুধবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ লাগে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সোনার মানুষ তৈরি করতে হবে। বাংলাদেশ পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া কারীমিয়া মাদ্রাসার মুহতামিম আজিম উদ্দীন কাসেমী, মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে ১ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন এস এম ইয়াকুব আলী।

