শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে রাস্তার পাশ থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মনিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৮ ডিসেম্বর  শুক্রবার বেলা ১০টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়া পোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মণিরামপুর  উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে জাহাঙ্গীর আলম।জানা যায়, জাহাঙ্গীর আলম  ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন কিছুদিন আগে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন, ভোরে মনিরামপুর বাজার থেকে তাঁকে যেন আনা হয়। এ জন্য রাত ৪টার দিকে বাড়ি থেকে লোকজন মনিরামপুর বাজারে এসে তাঁর অপেক্ষায় থাকেন।’
জাহিদুল আরও বলেন, ‘কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পাননি তাঁরা। পরে সকাল ৮টার দিকে সাতনল-জোড়া পোলের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পাই।’ তিনি আরও বলেন, ‘এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন

সর্বশেষ