শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাংসের দাম

আরো খবর

শাহাজান শাকিল, মনিরামপুর: মণিরামপুর বাজারে দফায় দফায় বেড়েছে পোল্ট্রি, ব্রয়লার , সোনালি মুরগি ও গরুর মাংসের দাম। বেড়ে থাকা খাসির মাংসেও লেগেছে দামের বাড়তি আঁচ। শনিবার মণিরামপুর থানার উত্তর পাশের ও পাবলিক লাইব্রেরি র পাশের বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক থেকে দেড় মাস ধরে মুরগির মাংসের বাজারে অস্থিরতা চলছে।

এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে দফায় দফায়। এক মাস আগেও পোল্ট্রি প্রতি কেজি ছিল ১৬০টাকা,কক মুরগী ছিলো ২৬০ থেকে২৮০টাকা, গরুর মাংস ছিল ৬০০টাকা খাশির মাংস ছিলো ৯০০ টাকা দাম বেড়ে হয়েছে মুরগী ব্যাবসায়ী মো:লোকমান হোসেন বলেন, কক মুরগী প্রতি কেজি দাম বেড়ে হয়েছে ৩৫০টাকা,পোল্ট্রি ২৩০টাকা এবং মুরগী ব্যাবসায়ী মো: সুরমান বলেন সোনালি ৩০০ টাকা দরে আজ বিক্রি করছি। ব্যাবসায়ীদের দাবি, দেশে মুরগির বাচ্চা ও খাদ্য উৎপাদন করে অল্প কয়েকটি প্রতিষ্ঠান। তারাই আবার ‘কন্ট্রাক্ট ফার্মিংয়ের’ মাধ্যমে মুরগি উৎপাদন করছে।

ক্ষুদ্র খামারিদের হাত থেকে বাজারটা তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তারা একতরফাভাবে দাম বাড়িয়ে রাখছে। আমরা এখন চাইলেই অল্প দামে খামারিদের থেকে কিনতে পারি না।আমরা এখন তাদের হাতে জম্মি। এছাড়া পাবলিক লাইব্রেরি র পাশে অবস্থিত বাজারের ব্যাবসায়ীরা বলেন পোল্ট্রি ২২০ থেকে ২৩০টাকা, সোনালি ৩২০ থেকে ৩১০টাকা, গরুর মাংস ৭০০ থেকে ৭২০টাকা, খাসির মাংস ১০০০ টাকা নির্ধারিত দরে আজ বিক্রি করছি। বেশি দামে কিনতে হচ্ছে এখন মুরগী সব কিছুর দাম বেড়েছে তার জন্য মাংসের ও দাম বেড়েছে।দাম বাড়তি থাকায় ক্রেতা ও কমেছে। রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পণ্যের গুণগত মান, সরবরাহ, ভেজাল প্রতিরোধে কঠোর অবস্থানে আছে মণিরামপুর উপজেলা প্রশাসন সহ মণিরামপুর পৌরসভা ।মনিরামপুর পৌরসভা মাইকিং এর মাধ্যমে সচেতন করছেন বাজার ব্যাবসায়ীদের এবং ভ্রাম্যমাণ আদালতে র মাধ্যমে অভিযান অঅব্যাহত রেখেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ