মণিরামপুর প্রতিনিধি:বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে এবং খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে মণিরামপুরে মোটরসাইকেল র্যালী হয়েছে। বৃহস্পতিার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে এই র্যালি বের হয় । উপজেলা সদর থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে র্যালীটি গোহাটা মোড় থেকে কুয়াদা বাজার হয়ে শ্যামকুড় বাজার ঘুরে পুনরায় গো হাটায় গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল র্যালি থেকে হরতাল ও অবরোধ বিরোধী শ্লোগান দেয় নেতা কর্মীরা। মোটরসাইকেল শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মেইল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ কামাল,পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম বুলবুল, উপজেলা শ্রমিকলীগের সদস্য দেলোয়ার হোসেন, সাবেক ইউ পি সদস্য জ্যোছনা কবির, যুবলীগ নেতা আসাদ,সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু হুরাইরা হেলাল।
